রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সৎ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা কর্মকর্তারা পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২০, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলি সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা কর্মকর্তারা উচ্চতর পদোন্নতির দাবিদার।

রোববার (২০ জুলাই) সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা এবং নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। ড. ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বর্তমানে সেনা সদস্যরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে এদিন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ বীর সেনানীদের স্মরণ করেন। এসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনাসদস্যদের।

একই সঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত সব ছাত্র-জনতাকে।

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের ওপর আরোপিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগে শেষ কর্মদিবস আজ

পাকিস্তানের পত্রিকায় নিবন্ধ ‘শেখ হাসিনার কাছ থেকে শিখুন’

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুন

গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, আহত বহু

সাবেক ইসি সহকর্মীদের সঙ্গে বৈঠকে নতুন কমিশন

অশুভ চক্র ভারতকে দেখাতে চায়, আ.লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়: কাদের

আটকেপড়া ৭০০ বাংলাদেশি ফিরবেন জেদ্দা হয়ে, প্রস্তুতি সম্পন্ন

ভারতের পুলিশ বলছে  পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন

কুড়িগ্রামে দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১৫ হাজার মানুষ

বেবিচককে বোয়িং বেচার প্রস্তাব হাসের, বাংলাদেশ চায় নিউইয়র্ক ফ্লাইট