গেল ষোল বছরে স্বাধীনতার ধারণা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তাই ৭১ এর স্বাধীনতাকে রক্ষার ভিত্তি চব্বিশে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা।
এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
বুধবার (২৬ মার্চ) ভোরের আলো ফোটার সাথে সাথে ৫টা ৫০ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন। তার কিছু সময় পর শ্রদ্ধা জানাতে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়ে তিনি কুশল বিনিময় করেন উপস্থিত অতিথিদের সাথে।
এরপর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও তার সহকর্মীরা। মুক্তিযোদ্ধা পরিবারে পর শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।
শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। আসিফ মাহমুদ ও সালেহউদ্দিন আহমেদ বলেন, ভূখণ্ডের স্বাধীনতার পাশাপাশি মানুষদের তা ভোগ করতে দিতে হবে নয়তো স্বাধীনতা পূর্ণতা পাবেনা।
অন্যদিকে জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য।