শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

২০ সুপারিশে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২২, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে মোট ২০টি সুপারিশ করা হয়েছে। কমিশনের দাবি, যতোগুলো সুপারিশ করা হয়েছে, তার প্রতিটি তথ্যভিত্তিক।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন।

পরে তিনি এক ব্রিফিংয়ে সুপারিশগুলো সম্পর্কে বর্ণনা করেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে রয়েছে-

  • একক মালিকানা একটি বড় সমস্যার কারণ। তাই বড়, বৃহৎ আকারের যতো গণমাধ্যম আছে তাদের পাবলিক কোম্পানি করার সুপারিশসহ তাদের কর্মচারীদের শেয়ারের অংশীদার করারও সুপারিশ করা হয়েছে।
  • একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে।
  • বাংলাদেশ টেলিভিশন ও রেডিও বিষয়ে স্বায়ত্তশাসনের সুপারিশ করা হয়েছে।
  • এই দুটি প্রতিষ্ঠানকে একত্রিত করে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তুলে একটি স্বাধীন পরিচালনা পর্ষদের দ্বারা পরিচালিত করার সুপারিশ করা হয়েছে।
  • বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) রাজনৈতিক অনুসারীদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হয়েছে উল্লেখ করে এখানে পেশাদার সাংবাদিকদের সুযোগ করার জন্য বাসসকে  ব্যবহার জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করার সুপারিশ করা হয়েছে।
  • সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য সুপারিশসহ অধ্যাদেশ জারি করার জন্য একটি খসড়া অধ্যাদেশসহ এই রিপোর্টের সঙ্গে জমা দেওয়া হয়েছে।
  • প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার সুপারিশসহ স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করে সেখানে রেডিও, টেলিভিশনকে যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
  • সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়ে বস্তুনিষ্ঠ, স্বাধীন এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের কথা বলা হয়েছে। মর্যাদা পূর্ণ বেতন কাঠামোর জন্য বিসিএস ক্যাডারদের যে নবম গ্রেডের বেতন, সেটি সাংবাদিকদের শুরুর বেতন হতে হবে। ঢাকার  সাংবাদিকদের জন্য ঢাকা ভাতা আলাদা করে যুক্ত করতে হবে।
  • সাংবাদিকদের মধ্যে দুর্নীতিতে ঝুঁকে পড়ার একটি বড় কারণ তাদের যথেষ্ট মর্যাদা পূর্ণ আয়ের নিশ্চয়তা থাকে না। সাংবাদিকদের বিজ্ঞাপনের এজেন্ট বানানো যাবে না।
  • মিডিয়া লিস্টে নিয়ে ব্যাপক দুর্নীতি হয়। সরকারি বিজ্ঞাপন পাবার জন্য যে জালিয়াতি হয় তা বন্ধ করার সুপারিশ দেওয়া হয়েছে। এই অসৎ চর্চা বন্ধ করতে হবে মূলধারার পত্রিকার জন্য যা তা ক্ষতিকর। টিআরপি রেটিং নিয়েও জালিয়াতির কথা বলা হয়েছে।

কমিশন প্রধান বলেন, ন্যায্য ও সুষ্ঠু পরিবেশে এবং স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো কাগজ, ভালো টেলিভিশন, ভালো বেতার টিকে থাকতে সরকারকে তাদের সমর্থন দিতে হবে। ভালো পত্রিকা টিকে থাকতে হলে, ভালো পত্রিকার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে।

কমিশনের আশা, বর্তমান অন্তর্বর্তী সরকার, ভবিষ্যতে নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে। রাজনৈতিক দলগুলো তাদের গণমাধ্যমের জন্য ঘোষিত অঙ্গীকার বাস্তবায়ন করবেন।

একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে আশু করণীয় জন্য প্রধান উপদেষ্টার কাছে কিছু সংক্ষিপ্ত সুপারিশ গণমাধ্যম সংস্কার কমিশন জমা দেওয়া হবে বলেও জানান কামাল আহমেদ।

গত বছরের নভেম্বরে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়।

কমিশনের সদস্য হিসেবে আছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপসম্পাদক টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

গত নভেম্বরে গণমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ৩১ মার্চ। এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।

সর্বশেষ - রাজনীতি