আন্তর্জাতিক ডেস্ক:
গাজা অভিমুখে ছুটে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পী ও স্বেচ্ছাসেবীরা। এ নৌবহরে ৪৪টি দেশের ৫৫টি জাহাজ অংশ নিচ্ছে।
এর মধ্যে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম। তিনি নিজ হাতে পতাকা নিয়ে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই মানবিক মিশন থামাতে গত কয়েক দিন ধরে চেষ্টা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। ফলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী এই নৌবহর এখন গাজার উপকূলের কাছাকাছি অবস্থান করছে।
ফ্লোটিলার মুখপাত্র ওয়ায়েল নাওয়ার জানিয়েছেন, “আমরা আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই গাজার উপকূলে পৌঁছাতে পারব।”
মানবতার পক্ষে বিশ্বজনীন জাগরণ যখন গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশের পথ সম্পূর্ণরূপে বন্ধ করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তখন নীরব থেকেছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। এ অবস্থায় জাগ্রত হয়েছেন বিশ্বের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা। তাদের লক্ষ্য শুধু সহায়তা পৌঁছে দেওয়া নয়, বরং বিশ্বনেতাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করা।
বাংলাদেশের পতাকা উড়ছে এমন এক অভিযাত্রায়, যা মানবতার পাশে দাঁড়ানোর প্রতীক। গাজায় পৌঁছালে এটি হবে কেবল একটি মানবিক সহায়তার বহর নয়—বরং বিশ্বব্যাপী ন্যায় ও সংহতির শক্তিশালী বার্তা।


















