অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচজন যুক্ত হতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদে।
রোববার সন্ধ্যায় নতুন উপদেষ্টারা শপথ নেবেন বলে জানা গেছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন। তবে তাদের নাম এখনও জানা যায়নি।
এর আগে ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরপরই দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ইউনূসের নেতৃত্বাধীন ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ।
অন্তর্বর্তী সরকার জানিয়েছিলো, রাষ্ট্র সংস্কারে দ্রুত সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো হবে। তারই ধারাবাহিকতায় উপদেষ্টা পরিষদে নতুন করে আরও পাঁচজন যুক্ত হতে যাচ্ছেন।