দীর্ঘ দেড় মাস হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাসায় পৌঁছান তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি গুলশানে তার বাসার উদ্দেশে রওনা হয়। এ সময় নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেন।
এর আগে, গত ৮ জুলাই ভোর সোয়া চারটার দিকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে ওইদিনই তাকে সেখানে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
গত ৬ আগস্ট বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দি অবস্থা থেকে মুক্তি দেয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে।