ফরচুন বরিশালের সঙ্গে দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে একাদশ বিপিএলের যাত্রা। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
রোববার তামিম জানিয়েছিলেন, ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দেশসেরা টি-২০ ব্যাটার তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।
বরিশালের একাদশে আছেন বিদেশি খেলোয়াড় কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি। দেশি পেসার রিপন মণ্ডল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম।
অন্যদিকে শক্তির বিচারে কিছুটা পিছিয়ে রাজশাহী। এই ম্যাচে তিন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। রায়ান বার্ল, মোহাম্মদ হারিস ও লাহিরু সামারাকুন আছেন একাদশে।
তবে, দুই দলই জয়ের বিষয়ে আশাবাদী।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, শাহিন আফ্রিদি ও রিপন মণ্ডল।
রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক, জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।