২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে তিন হাজার ৬৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ চার হাজার ২৮৩ টাকা।
সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বর্ণের নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে। এর আগে রোববার (২৬ অক্টোবর) আরও এক দফা স্বর্ণের দাম কমায় বাজুস।
স্বর্ণের নতুন দাম
- ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে তিন হাজার ৬৭৪ টাকা কমিয়ে দুই লাখ চার হাজার ২৮৩ টাকা
- ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে তিন হাজার ৪৯৯ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা
- ১৮ ক্যারেটের এক ভরিতে দুই হাজার ৯৯৭ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং
- সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ৫৫৪ টাকা কমিয়ে এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
কমেছে রূপা দামও
- ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ২২৪ টাকা কমিয়ে চার হাজার ২৪৬ টাকা
- ২১ ক্যারেটের এক ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে চার হাজার ৪৭ টাকা
- ১৮ ক্যারেটের এক ভরিতে ৯৯১ টাকা কমিয়ে তিন হাজার ৪৭৬ টাকা এবং
- সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৭৫৮ টাকা কমিয়ে দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

















