চার দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৯০০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ দুই হাজার ৭০৯ টাকা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। বাজুস জানায়, নতুন এই দাম কার্যকর হবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে।
কমার পর স্বর্ণের দাম
- ২২ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম দুই লাখ দুই হাজার ৭০৯ টাকা।
- ২১ ক্যারেটের এক ভরি এক লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা।
- ১৮ ক্যারেটের ভরি এক লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা।
- সনাতন পদ্ধতির ভরি এক লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।
রূপার দাম অপরিবর্তিত
- ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম চার হাজার ২৪৬ টাকা
- ২১ ক্যারেটের এক ভরি চার হাজার ৪৭ টাকা
- ১৮ ক্যারেটের এক ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং
- সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দুই হাজার ৬০১ টাকা।

















