বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মিয়ানমারের গুলি টেকনাফ স্থলবন্দরে, কার্যক্রম বন্ধ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

মিয়ানমারের সীমান্ত থেকে গুলি এসে পড়েছে টেকনাফ স্থলবন্দরে। এতে  কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্দরের সব কাজ বন্ধ রাখা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরে পর পর তিনটি গুলি এসে পড়ে।

স্থলবন্দরটির ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, একটি গুলিতে স্থলবন্দরের অফিসের কাঁচ ভেঙে গেছে। দ্বিতীয় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালবাহী একটি ট্রাকে। তৃতীয় গুলি নারিকেল গাছে এসে লেগেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, গুলির ঘটনায় স্থলবন্দরে কর্মরত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। আপাতত স্থলবন্দরের সব কার্যক্রম স্থগিত রয়েছে।

মিয়ানমারের ওপারে তোতারদিয়া দ্বীপে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে গত কয়েকদিন ধরে টেকনাফ স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় গুলি এসে পড়ছে।

সর্বশেষ - আইন-আদালত