রমজানে চাল, ডাল, ছোলা, চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, কেউ মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকারসহ সরকারের এজেন্সিগুলোর মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুল্যস্ফীতি কমাতে সরকার চেষ্টা করছে। এ বিষয়ে দ্রুত নীতি গ্রহণ অনেকসময় সহজ নয়। আসছে বাজেটের আগে বিষয়গুলো দেখা হবে।
আগামী জুনেই বাজেট হবে জানিয়ে তিনি বলেন, তার আগে স্টেকহোল্ডার ব্যবসায়ী, অর্থনীতিবিদদের সাথে আলোচনা করা হবে। পরে অন্য সরকার গঠিত হলে প্রয়োজন অনুযায়ী রিভাইজ করবে। অন্তর্বর্তী সরকারও অনেকক্ষেত্রে করেছে।
আসছে বাজেটে যারা ট্যাক্স দেয় তাদের ওপর চাপ নয়, যারা দেয় না তাদের কাছ থেকে ট্যাক্স নেবার বিষয়ে জোর দেয়া হবে বলেও জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ৫ এ নামিয়ে আনা কঠিন তবে রোজার পর যদি ৭/৮ এর দিকে আসে তাহলে ভালো হয়।
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ভয় পেলে ব্যবসা করা কঠিন, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়েছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে দুজন ব্যক্তিকে ২৯ মিলিয়ন ডলার দেবার বিষয়ে ট্রাম্প যে বলেছেন তার হয়তো কিছুটা সত্যতা আছে। সেই টাকাটা যদি দেশের স্বার্থে কাজে লাগে তাহলে ভালো কিন্তু ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হলে সরকার দেখবে। মূল বিষয় হলো, কি উদ্দেশ্যে টাকা খরচ হয়েছে।