রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৪, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

দেশের রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বিগত কয়েক মাসের ধারাবাহিকতা বজায় রেখে চলতি মাসেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে প্রবাসী আয়ে।

চলতি মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স হিসেবে ১৭২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার এসেছে দেশে। এই হিসাবে দেশে প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সবশেষ প্রকাশিত এ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অক্টোবরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ২৭ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৩ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৫ কোটি ১৩ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নভেম্বরের ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। ১০ থেকে ১৬ নভেম্বর এসেছে ৬০ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার এবং ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার।

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। পরবর্তী মাস সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স; ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার। এরপর ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে অক্টোবরে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি আন্দোলন না করলেও বর্তমান সরকারকে যেতে হবে: গয়েশ্বর

নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করে চলেছে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন হবে আ. লীগ সরকারের অধীনে: শেখ হাসিনা

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা ট্রাম্পের

সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে: পররাষ্ট্রসচিব

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

বুরকিনা ফাসোতে এবার নামাজের সময় মসজিদে হামলা, নিহত বহু মুসল্লি

এক দফা দাবিতে অসহযোগের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সাংবাদিকদের ওপর হামলা-সহিংসতা বেড়েছে, কমেছে মামলা-গ্রেফতার