ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা অর্জন করেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এই আসরের শিরোপা ধরে রাখলো টাইগাররা।
রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল। আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই অলআউট বাংলাদেশের যুবারা।
টার্গেট তাড়ায় ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ভারত। দলীয় ১১৫ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান আউট হওয়ার পরই মোটামুটি নিশ্চিত হওয়া যায় বাংলাদেশের জয়ের ব্যাপারে।
উল্লেখ্য, গতবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপাও মাথায় পরেছিল টাইগার যুবারা। সেবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল তারা।