সরকারি উদ্যোগে ভারত থেকে প্রায় ২৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে এলো জাহাজ ‘এম ভি টানাইস ড্রিম’। ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসা ‘বিলাইস সিটি’র পতাকাবাহী জাহাজ থেকে আগামী আট দিন চাল খালাস চলবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, খাদ্য নিরাপত্তায় দেশের অভ্যন্তরীণ মজুদ বাড়াতে আমদানি করা এ চাল বাজারে দাম কমাতে ভূমিকা রাখবে।
২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে গত ২২ ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ছেড়ে আসা জাহজটি বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলেই বন্দর বহির্নোঙ্গরে নোঙর করে।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান বলেন, গত বছর সরকারি উদ্যোগে চাল আমদানি না হলেও দেশের খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে অভ্যন্তরীণ মজুদ বাড়াতে সরকারি পর্যায়ে ‘জি টু জি’ চুক্তির আওতায় প্রথম পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হবে। প্রথম চালানে প্রায় ২৫ হাজার মেট্রিক টন চাল এলেও বাকি চাল ১০-১২ দিনের মধ্যে দেশে আসবে।
তিনি বলেন, চালের দাম যখন ঊর্ধ্বমুখী সেই সময়ে আমদানি করা এ চাল অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে সহযোগিতা করবে।
তিনি জানান, সরকার দেশে চালের মজুদ বাড়াতে ‘জি টু জি’ চুক্তির মাধ্যমে ভারত ছাড়াও মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তান থেকে চাল আমদানির চেষ্টা করছে।
সেভেন সি শিপিং লাইন্সের শিপিং লাইন এজেন্ট মো. আলী আকবর জানান, কায়িক পরীক্ষার পর জাহাজ থেকে প্রতিদিন তিন হাজার মেট্রিক টন করে চাল খালাস হবে। সেই হিসেবে আমদানি করা চাল খালাস হতে আট থেকে ১০ দিন সময় লাগবে