মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ছাত্রদল নেতার ‘টর্চার সেল’, চলত গান বাজিয়ে নির্যাতন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১২, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

ময়মনসিংহের তারাকান্দায় হিজবুল আলম জিয়েস নামে এক ছাত্রদল নেতার ‘টর্চার সেল’-এর সন্ধান মিলেছে। সেখানে গান বাজিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জিয়েস (২৬) বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং মাঝিয়ালি গ্রামের বাসিন্দা। তাকে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামুন সরকার নামের এক ভুক্তভোগী সোমবার তারাকান্দা থানায় মামলা করলে পুলিশ জিয়েস ও তার দুই সহযোগী রাফি (১৯) ও আবদুল্লাহকে (২০) গ্রেফতার করে। পুলিশ জানায়, মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জিয়েসের মাছের খামারে তৈরি এই টর্চার সেলে দেশি অস্ত্র, নির্যাতনের সরঞ্জাম ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ৮ আগস্ট এক দোকানদারের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে দোকান বন্ধ করে দেন জিয়েস। পরদিন প্রতিবাদ করায় মামুনকেও মারধর করেন। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নির্যাতন চালাতেন। স্থানীয়দের ভাষ্যমতে, গত বছরের আগস্ট থেকে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন জিয়েস।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জিয়েস ও তার সহযোগীরা স্থানীয় দুই যুবককে মারধর করছেন। রাসেল মিয়া নামে এক ভুক্তভোগী জানান, তাকে আটকে রেখে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়, পরে ১০ হাজার টাকা দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়।

বানিহালা ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতারা জানিয়েছেন, জিয়েসের অপকর্মে তারা জড়িত নন এবং এর বিচার চান। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা তদন্ত চলছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতা ও তার দুই সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টর্চার সেল থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প আদালতে প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গভীর রাতে হাতিরঝিলে মিললো গাজী টিভির সাংবাদিকের মরদেহ

নারীর নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন: প্রধান উপদেষ্টা

মিথ্যা মামলা করে বাদী কারাগারে, ভুয়া তদন্ত করে আসামি পুলিশ

বিএনপি গুজব ছড়াচ্ছে, কেউ কান দেবেন না: ওবায়দুল কাদের

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি চীনের

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন 

ওয়ানডেকে বিদায় জানালেন ওয়ার্নার

নেতানিয়াহুর অবতরণের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

পোপের অন্ত্যেষ্টিক্রিয়া : যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা