সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ে অগ্নিকাণ্ডে একটি পর্যটকবাহী হাউস বোট পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
এসময় নৌকায় ৭ থেকে ৮ জন পর্যটক থাকলেও তারা নিরাপদে হাউস বোট থেকে নেমে পড়েন।
পর্যটকবাহী হাউস বোটটি সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর নীলাদ্রিলেক, যাদুকাটা নদীসহ বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট এলাকায় নীলাদ্রি লেকে নোঙ্গর করে। এসময় বোটে থাকা বার্বুচি রাতের খাবার তৈরি করার সময় রান্নার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে হাওড়ের পানি ব্যবহার করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবির দাস জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। হাউস বোট’র ডেকোরেশনপার্টসহ বিছানাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।












The Custom Facebook Feed plugin