সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডিবি হারুনের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ রক্ষা করছেন কে

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৬, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের হাওরে মিঠামইনে উপজেলার ঘাগড়া হোসেনপুর এলাকায় অবস্থিত পলাতক পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের (ডিবি হারুন) ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ ৫ আগস্টের পরেও ঠিকমতোই রয়েছে। অভিযোগ উঠেছে একজন সেনা কর্মকর্তা সেটি দেখভাল করছেন। ওই কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল ফারজানা। তিনি হারুন অর রশিদের এক আত্মীয়ের স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পলাতক পুলিশ কর্মকর্তা হারুনের ঘনিষ্ট আত্মীয় হলেন লে. কর্নেল ফারজানার স্বামী শাহিন। সেই সুবাদেই হারুনের সম্পত্তি রক্ষা করেন ফারজানা। সেই সূত্রেই ৫ আগষ্ট পরবর্তী সময়ে ফারজানার সরাসরি হস্তক্ষেপে পুলিশের সাবেক কর্মকর্তা হারুনের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ বিক্ষোভকারীদের কবল থেকে রক্ষা পায়।

ডিবি হারুনের সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল ফারজানা।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, শুধু হারুনের সম্পত্তি রক্ষা নয়, ফারজানার প্রশ্রয়ে মিঠামইনে তার দুই আত্মীয় স্থানীয় গরুর বাজার, ফেরিঘাট, স্পিডবোট ঘাট ও বাজারে সরকারি খাস জায়গা দখল করেছেন।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফারজানার সমর্থন থাকায় এই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে সেনা কর্মকর্তা ফারজানার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনো অভিযোগ থাকলে আইএসপিআরের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত