উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৯৬ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পে অন্তত ২৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ১৫৩ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আল-হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটি ৬.৮ মাত্রার। এর গভীরতা ছিল ১৮ দশমিক পাঁচ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটি স্পেন এবং পর্তুগালেও অনুভূত হয়েছে।
বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কাবড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা, ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে।
স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, বেশির ভাগ প্রাণহানি হয়েছে পাহাড়ি এলাকায়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের তথ্য বলছে, ১৯০০ সাল থেকে এই ভূমিকম্পের ৫০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার চেয়ে বড় ভূমিকম্প দেখা যায়নি। তবে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। অ্যাটলাস পর্বতমালায় ‘তির্যক-বিপরীত ফল্টিং’ ভূমিকম্পের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।