সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন বলে জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ২৯ এপ্রিল বেলা সোয়া ৩টায় দীপ্ত টিভির স্ক্রলে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সব সংবাদ পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত।’












The Custom Facebook Feed plugin