সরকার উৎখাতে ষড়যন্ত্রের মামলায় জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে মামলা আছে। যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।
গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ। এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শওকত মাহমুদ। ২০২৩ সালের ২১ মার্চ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
ঢাকায় আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তরঢাকায় আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর
মানবতাবিরোধী অপরাধ: ইনু-হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজমানবতাবিরোধী অপরাধ: ইনু-হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত এনায়েত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। গ্রেপ্তারের পর এনায়েত স্বীকার করেন, তিনি অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। রিমান্ডে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিবি।


















