বুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মিথ্যাকে চ্যালেঞ্জ না করলে সেটা সত্য হয়ে যায়: পররাষ্ট্র সচিব

প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২২ ৫:১২ পূর্বাহ্ণ

‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পুরোটা ভালো—এটি যেমন ঠিক নয়, আবার সব খারাপ সেটাও সত্য নয়। মানবাধিকার পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য দেওয়া এবং একইসঙ্গে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য চিহ্নিত করে সেগুলো দূর করার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দফতরে এ কথা বলেন। একান্ত আলাপে তিনি আরও বলেন, ‘অনেক সময় মিথ্যাকে যদি চ্যালেঞ্জ করা না হয়, তাহলে অনেকেই ধারণা করতে পারে যে ওটাই সত্য।’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, ‘র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একটি চ্যালেঞ্জ। কিন্তু এটাকে সুযোগে রূপান্তরিত করতে চায় বাংলাদেশ। এটাকে সুযোগ বানিয়ে আমরা আমাদের ভালো কাজগুলোকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও প্রচার করতে পারি।

বিভিন্ন দেশি ও বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে কীভাবে আরও ভালো সমন্বয় করা যায় এবং সঠিক তথ্য তাদেরকে দেওয়া যায় তা নিয়ে কাজ করতে পারি। পাশাপাশি ভুল তথ্য যদি তারা পেয়ে থাকে সেটা চিহ্নিত করে সংশোধনের সুযোগও রয়েছে।’

মানবাধিকার সেল

‘পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কাজের পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়েও কাজ করে। এর অধীনে একটি সেল গঠন করা হচ্ছে যা একজন উপসচিব পদমর্যাদার পরিচালক পরিচালনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর জাতিসংঘ অনুবিভাগের কাজের চাপ বেশি এবং এসব বিবেচনা করে এটাকে আরও শক্তিশালী করা হচ্ছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি

‘বাংলাদেশে যে কার্যকর বিচার ব্যবস্থা রয়েছে সেটি আরেকবার প্রমাণ হলো সাবেক সেনা সদস্য সিনহা হত্যার বিচারের মধ্য দিয়ে। এখানে চাইলেই কাউকে হত্যা করার বা ফাঁসিয়ে দেওয়ার সুযোগ নেই। এসব ক্ষেত্রে যে শাস্তির বিধান রয়েছে সেটি এখানে প্রতিফলিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনও প্রতিষ্ঠানে কিছু দুষ্ট লোক থাকতেই পারে। তাদের দিয়ে কোনও অপরাধ হলে সেটা যদি কর্তৃপক্ষের নজরে আসে, তবে সেটার বিচারেও ব্যবস্থা নেওয়া হয়।’

যদি গত কয়েক বছরের পরিসংখ্যান যদি দেখি, তাহলে দেখবো আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের অনেকেই বিচারের আওতায় এসেছে এবং শাস্তি পেয়েছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘অভ্যন্তরীণ যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোর প্রয়োগ করা হচ্ছে, কিন্তু প্রচার ঠিকমতো হচ্ছে না। বিদেশি সংস্থা বা বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো যে কাজ করে সেগুলোকে পর্যবেক্ষণ করা, তাদের তথ্য সঠিক কিনা সেটি পরীক্ষা করা এবং অন্যান্য জায়গা থেকেও খবর নেওয়ার প্রয়োজন।’

সর্বশেষ - আন্তর্জাতিক