সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তরাজ্যে অমিক্রনে ১২ জনের মৃত্যু

প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২১ ৬:১২ অপরাহ্ণ

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। আজ সোমবার দেশটির উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, বড়দিনের আগে সামাজিক বিধিনিষেধ কঠোর করার কোনো চিন্তা আপাতত নেই সরকারের।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসে রেকর্ডসংখ্যক ব্যক্তির আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। আগামী দিনে এ ভাইরাসের নতুন আরেক ঢেউ আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারা।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। এরপর দ্রুতগতিতে করোনার নতুন এ ধরন ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে অমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। অমিক্রন সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, এটি দ্রুত সংক্রমণশীল। তবে এতে আক্রান্ত ব্যক্তির গুরুতর অসুস্থ হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ডমিনিক রাব বলেছেন, তাঁর দেশে অমিক্রনে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১০৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যের কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।

সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে করোনা নিয়ে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হবে কি না, এমন প্রশ্ন করা হলে টাইমস রেডিওকে ডমিনিক রাব বলেন, ‘এ বিষয়ে তড়িঘড়ি করে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দিতে পারছি না। পরিস্থিতি মূল্যায়নে আমরা প্রকৃত তথ্যের ওপর নির্ভর করছি।’

সর্বশেষ - আন্তর্জাতিক