বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্প

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৬, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

কমলা হ্যারিসকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করছেন ডোনাল্ড ট্রাম্প। জীবনের দুটি প্রচেষ্টায় ঐতিহাসিক নির্বাচনে জয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাচ্ছেন এই রাজনীতিক।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।

ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ট্রাম্প। সেবার তিনি আমেরিকাকে ‘আবারও মহান করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারী চলাকালীন ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরেছিলেন। তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে আবারও ‘আমেরিকাকে আবারও মহান করুন’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জয়কে ‘রাজনৈতিক জয়’ মন্তব্য করে তিনি ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ স্লোগানে মুখরিত করে তোলো।

এসময় ট্রাম্পের সঙ্গে আছে স্ত্রী মেলানিয়া ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স।

বক্তব্যের এক পর্যায়ের ট্রাম্প ভোটার এবং স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন। তুমুল করতালির মধ্য থেমে থেমে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত