বুধবার , ২৫ মে ২০২২ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, শিক্ষকসহ ১৪ শিক্ষার্থী নিহত

প্রতিবেদক

মে ২৫, ২০২২ ১:১৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ ১৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) ইউভালদে শহরের স্কুলে হামলা চালায় এক তরুণ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজ্য গভর্নর গ্রেগ অ্যাবট। সংবাদমাধ্যম বিবিসি ও এবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টেক্সাস গভর্নর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে এক শিক্ষকসহ ১৪ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।

গ্রেগ অ্যাবট আরও জানান, ‘হামলার সময় সম্ভবত হ্যান্ডগান ব্যবহার করেছিল সে। যদিও এটি এখনও নিশ্চিত নয়। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়’।

স্থানীয় পুলিশ প্রধান প্রধান পিট অ্যারেডোন্ডো সংবাদ সম্মেলনে বলেন, রব এলিমেন্টারি স্কুলে দ্বিতীয়, তৃতীয়  চতুর্থ শ্রেণীর শিশুরা পড়ে। ধারণা করা হচ্ছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

হামলার ঘটনার খবর পেয়েই এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অন্যান্য শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দুক হামলায় অনেকে আহত হয়েছেন। তবে কত জন তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

সর্বশেষ - আন্তর্জাতিক