শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

যেখান থেকে নির্দেশনা এলেই বিএনপি নির্বাচনে যাবে, জানালেন মোশাররফ

প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে দলটির প্রভাবশালী নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘কেবল জনগণের কাছ থেকে নির্দেশনা এলেই বিএনপি নির্বাচনে যাবে।’

দলটির স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য বলেন, ‘নির্বাচন হবে বাংলাদেশে। বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না- তার পরামর্শ দেবে জনগণ, অন্য কেউ না। জনগণ যেদিন পরামর্শ দেবে, তারা নিজের হাতে ভোট দিতে পারবে, মেশিনের মাধ্যমে নয়। জনগণের আস্থা যেদিন হবে যে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণের দল হিসেবে সেদিন বিএনপি নির্বাচনে যাবে। বিদেশিদের কোনো পরামর্শে নয়।’

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের নিয়ে সেখানে যান এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

আমেরিকায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে অনুরোধ করেছেন, তারা যেন বলে বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো অন্য কেউ বলার বিষয় না। আমরা মনে করি এই দেশের মানুষ যেদিন বলবেন, হ্যাঁ তারা ভোট দিতে পারবে, তাদের আস্থা ফিরে এসেছে সেদিন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, ‘এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না- এটা তো পরিষ্কার। অতএব সমাধান আমেরিকা গিয়ে অনুরোধ করা নয়, আমেরিকার কাছে ধরনা দেওয়া নয়। সমাধান হচ্ছে, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে।’

সরকার দুর্বল হয়ে পড়েছে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমেরিকা গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ধরনা দেওয়া- এতে করে প্রমাণিত সরকার কী পরিমাণ দুর্বল হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। দেশে জনগণের আস্থা নেই। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ আজকে ধিক্কৃত। কেননা বাংলাদেশে মানবাধিকার নাই। সেজন্য র‌্যাবসহ বিভিন্ন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এখানে সংশোধনের চেষ্টা না করে ওই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গিয়ে তাঁবেদারি করছেন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আবদুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, বিএনপি নেতা ব্যারিস্টার আবরার ইলিয়াস, অ্যাডভোকেট কামরুজ্জামান সেলিম প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত