সালাহউদ্দিন আহমেদ: ৬২ কিলোমিটার ভূখণ্ডে বিদেশি পতাকা! সীমান্ত সংকট ঢাকতেই কি ১১ নভেম্বরের সমাবেশ পরিকল্পিত?_
লালমনিরহাট সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬২ কিলোমিটার এলাকাজুড়ে বাংলাদেশের ভূখণ্ড দখল করে রেখেছে ভারতীয় সেনা।
সীমান্তের এই সংবেদনশীল ইস্যুটি এখনো প্রকাশ্যে আলোচনায় না আসলেও, নানা মহলে প্রশ্ন উঠছে এমন একটি *জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট ঘটনা আড়াল করার জন্যই কি ১১ নভেম্বর জামায়াত ও বিভিন্ন ইসলামিক দলগুলোকে দিয়ে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে?*
বিশ্লেষকদের মতে, এটি রাজনৈতিকভাবে দৃষ্টি ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়ার একটি কৌশল হতে পারে, যাতে সীমান্ত দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি জনমনোযোগ থেকে দূরে থাকে।
লালমনিরহাট সীমান্ত দখল ও ১১ তারিখের মহাসমাবেশ এই দুই ঘটনার সময়কালিক মিল এখন জাতীয় আলোচনায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।


















