মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সীমান্তে লাগানো সিসি ক্যামেরা খুলে নিতে সম্মত হয়েছে বিএসএফ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

কুড়িগ্রামে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরানোর আশ্বাস দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলার ভুরুঙ্গামারী উপজেলার জোড়া মসজিদের কাছে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়।

প্রায় পৌনে দুই ঘণ্টার পতাকা বৈঠকে জোড়া মসজিদ ও সিসি ক্যামেরার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার নেতৃত্ব দেন।

গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। কিন্তু বিজিবির আপত্তিতে ক্যামেরাটি খুলে ফেলার কথা বলা হয়েছে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর আলোচনা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ভুরুঙ্গামারী উপজেলায় পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২বিজিবির দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর কাছে ভারতের পাঁচ গজ ভেতরে জোড়া মসজিদ নামক স্থানে গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে বিএসএফ।

সর্বশেষ - আইন-আদালত