রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাতের খাবার খেয়ে অসুস্থ মাদরাসা শিক্ষকসহ ১৭০ ছাত্র

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৮, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ

রাজধানীর বংশাল এলাকার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদরাসায় রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ১৭০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

জানা গেছে, শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদরাসায় মুরগি দিয়ে বিরিয়ানি খায় শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা। একই সময়ে একটি সংগঠন গরুর বিরিয়ানি দিয়ে যায়। রাতে সবাই একত্রে সেই বিরিয়ানি খান। এরপর শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই একেকজন অসুস্থ হতে থাকেন। পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নেয়া হয়। ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিং হয়েছে তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাসুম বিল্লাহ। তিনি জানান, মোট ১৭০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ১০ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মূলত খাবার দেয়া হয়েছিল দুপুরের জন্য। তবে খাবার রাতে পরিবেশন করায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান,বংশালের একটি মাদরাসা থেকে খাবার খেয়ে শিক্ষকসহ ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক সবাইকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেয়। নতুন ভবনে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক