সোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ: বাইডেন

প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার যেকোনো বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার যেকোনো বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেছেন।

জো বাইডেন আরো বলেছেন, আপনার কাছে দুটি বিকল্প আছে। প্রথমটি হলো- রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যান এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করুন। আর দ্বিতীয়টি হলো- এটা নিশ্চিত করা যে, দেশটি আন্তর্জাতিক আইনের বিপরীতে কাজ করছে; সুতরাং তাকে যেন এ কারণে চড়া মূল্য দিতে হয়। শনিবার বাইডেনের সেই বক্তব্য ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

বাইডেন অবশ্য উল্লেখ করেছেন, নিষেধাজ্ঞাগুলোর কোনোটিই তাৎক্ষণিক নয়। তবে তিনি বলেছেন, ‘আমি মনে করি এই নিষেধাজ্ঞাগুলো, আমি জানি এই নিষেধাজ্ঞাগুলো ইতিহাসের বিস্তৃত নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা।’

ইউক্রেনে রুশ প্রাণঘাতী ‘বিশেষ’ সামরিক অভিযানে বেশ কয়েকজনের প্রাণহানির প্রেক্ষাপটে বাইডেন এ মন্তব্য করেছেন। ইউক্রেনের সেনাবাহিনী এখন টানা পঞ্চম দিনের মতো ‘শত্রু’র মোকাবিলা করছে এবং পিছপা হয়নি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাঁকে কিয়েভ থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আজ কিয়েভ শহর চতুর্দিক থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী।

এরই মধ্যে বেলারুশ জানিয়েছে, ইউক্রেনীয় এবং রুশ প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য একটি স্থান প্রস্তুত করা হয়েছে।

বেলারুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো কিয়েভে আগ্রাসনে যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত বলে খবর বেরিয়েছে। তার পরও ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তের কাছের একটি স্থানে কূটনীতিকদের পাঠাতে রাজি হয়েছে কিয়েভ।
সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিষেধাজ্ঞা দুর্নীতি দমনের হাতিয়ার: রিচার্ড নেফিউ

আটদিনের রিমান্ডে জিয়াউল আহসান

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে: প্রধানমন্ত্রী

বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হবে

জাহাজ নির্মাণ খাতে নেদারল্যান্ডসকে জমি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রদর্শনীর উদ্বোধন

মার্কিন স্পেশাল এজেন্টের ঢাকা ইনিংস আংশিক সফল

প্রথম পর্যায়ে ১৮ হাজার শ্রমিক নেওয়া হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বসুন্ধরা চেয়ারম্যান-এমডির নামে মামলা: ব্যবসায়ীদের ক্ষোভ অব্যাহত