বুধবার , ১১ মে ২০২২ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন বন্ধ করছে ইউক্রেন, বিপাকে ইউরোপ, রাশিয়া

প্রতিবেদক

মে ১১, ২০২২ ৭:৫৯ পূর্বাহ্ণ

ইউক্রেনের ওপর দিয়ে যেসব পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস ইউরোপে যায়, সেরকম একটি লাইন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। বুধবারই বন্ধ হচ্ছে এ সরবরাহ। তবে সংশ্লিষ্টদের ধারণা, এর ফলে নতুন করে বিপাকে পড়বে ইউরোপের দেশগুলো।

মস্কোর সামরিক আগ্রাসনের পরও ইউক্রেনের ওপর দিয়েই এতদিন ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া।

ইউক্রেনের গ্যাস ব্যবস্থাপনা কোম্পানি জিটিএসওই জানিয়েছে, রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপ লাইনের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট বন্ধ করা হবে। এই লাইন দিয়ে ইউরোপে রপ্তানির এক তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করে রাশিয়া।

জিটিএসওইউ প্রধান নির্বাহী সের্গেই মাকোগোন বলেছেন, দখলদার রুশ বাহিনী ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়া-সমর্থিত ইউক্রেইনের পূর্বাঞ্চলের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে গ্যাস সরিয়ে নিচ্ছে। যদিও তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

বুধবার (১১ মে) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, এই পদক্ষেপের জন্য মস্কোকেই দায়ি করেছে জিটিএসওইউ। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।

অন্যদিকে গ্যাজপ্রম বলছে, তারা জিটিএসওইউর কাছ থেকে একটি নোটিশ পেয়েছে। যেখানে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে সোখরানিভকা ইন্টারকানেকশন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

পাইপলাইন দিয়ে ইউরোপের ২৩ দেশে গ্যাস সরবরাহ করে রাশিয়া। ইউরোপের দেশগুলো এই রাশিয়ার গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এক্ষেত্রে ইউরোপের জ্বালানী পরিস্থিতি কি দাঁড়াবে তা এখনও স্পষ্ট করেনি কোনো পক্ষই।

গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে মস্কো। এরপর থেকেই গ্যাস নিয়ে দ্বন্দ্বে জড়ায় ইউরোপ-রাশিয়া। শর্ত মেনে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে না পারায় এরইমধ্যে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার গাজপ্রম। অন্য দেশগুলোকেও সতর্ক করেছেন পুতিন।

সর্বশেষ - আন্তর্জাতিক