রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাষ্ট্রধর্মের বৈধতা নিয়ে আপিলের শুনানি বৃহস্পতিবার

প্রতিবেদক

ফেব্রুয়ারি ২০, ২০২২ ৯:২০ পূর্বাহ্ণ

সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে করা আপিলের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন আসছে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। কার্যতালিকা অনুসারে মামলাটির আপিল শুনানির শুরুতেই তিনি আদালতকে বলেন, বিষয়টি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই মিলে শুনতেন।

এরপর আদালত মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আসছে বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রধর্মের ধারণা ১৯৭২ সালের সংবিধানে ছিল না। ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম ঘোষণা করা হয়। 

ইতিপূর্বে সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। 

২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রিটটি খারিজ করে রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

হাইকোর্টের সেই রায়ে বলা হয়, দেশের বাস্তবতার প্রেক্ষাপটে ‘ধর্ম নিরপেক্ষতার পরিধি বাড়ানোর আইনত ও সাংবিধানিক এখতিয়ার সংসদের। সংসদ সেটাই করেছে।’ 

পরে ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ১২ নভেম্বর আপিল করেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী।

সর্বশেষ - আন্তর্জাতিক