বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিঠি পাওয়ার পর রাষ্ট্রপতির সংলাপে যোগ দেয়া বা না দেয়ার বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। আজ রাতে রাজধানীর বনানী এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তিনি বলেন, আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। ‘নির্বাচন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে কোনো সংলাপে যাবে না’ বলে বিএনপির একটি সিদ্ধান্ত ছিল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করবো না। সেই সিদ্ধান্ত, সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে। তবে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে এখনো নেইনি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার প্রাক্কালে নতুন নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন সংলাপ হয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।
অনলাইন সংগঠন ‘অর্পণ’ এর উদ্যোগে বনানী কবরস্থানের পাশে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। বিএনপি মহাসচিব উপস্থিত ছিন্নমূল মানুষদের হাতে একটি করে শীতের কম্বল তুলে দেন।
আয়োজক সংগঠন ‘অর্পণের’ সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. হালিম আজাদ, ইয়াসীন আলী, সরদার মো. নুরুজ্জামান, আজিজুর রহমান মুসাব্বির, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।