কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে ৫ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলের সব নেতাকর্মীরা।
কর্মসূচির মধ্যে রয়েছে-সোমবার গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় বিক্ষোভ সমাবেশ।
বুধবার গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।
বৃহস্পতিবার গণতান্ত্রিক কৃষক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।
শুক্রবার গণতান্ত্রিক শ্রমিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় বিক্ষোভ সমাবেশ এবং আগামী শনিবার গণতান্ত্রিক আইনজীবি ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় বিক্ষোভ সমাবেশ।
বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।
বৈঠক থেকে এলডিপির সর্বস্তরের নেতাদেরকে কর্মসূচি সফল করতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।