বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ।

বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১১ আগস্ট ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর কাজী শহীদুল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ফায়েজের মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

অধ্যাপক এসএমএ ফায়েজ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপনা করেছেন।

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় ২০০২ সালে ড. ফায়েজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। তিনি সেই দায়িত্ব পালন করেন ছয় বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ফায়েজ।

সর্বশেষ - আইন-আদালত