শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
জুন ২০, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র‌্যালিটি ক্যাম্পাস ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজকরা। তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়তে, বিভেদ ভুলে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের ওপর হামলা বন্ধে গোটা মুসলিম বিশ্বকে নীরবতা ভেঙে, সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ইরানের পাশে মুসলিম দেশগুলোকে দাঁড়ানোর আহ্বানও আসে সংক্ষিপ্ত সমাবেশে।

উল্লেখ্য, ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি হামলা চলছে দুই দেশের মধ্যে। এদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।

সর্বশেষ - আইন-আদালত