বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১০, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে আজ। প্রতিটি শিক্ষা বোর্ড নিজস্ব উদ্যোগে দুপুর ২টায় একযোগে ফল ঘোষণা করবে। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ শিক্ষার্থী, যারা এখন চূড়ান্ত ফলের অপেক্ষায়।

ফল প্রস্তুত, কারিগরি যাচাইও সম্পন্ন : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গতকাল বুধবার আমাদের সময়কে জানান, ফল প্রস্তুতের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সফটওয়্যারভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থায় ফল নির্ধারণ করা হয়েছে, যেখানে মানবিক ত্রুটির সুযোগ নেই বললেই চলে।

তিনি বলেন, খাতা মূল্যায়নের সময় পরীক্ষকের প্রদত্ত নম্বর সফটওয়্যারে ইনপুট দেওয়ার পর তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা হয়েছে। ফল প্রকাশের আগেই আমরা সব কারিগরি পরীক্ষা সম্পন্ন করেছি। তবে আগের বছরগুলোর মতো এবারও যদি কেউ ফল নিয়ে অসন্তুষ্ট থাকে, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।

ফল জানার তিনটি সহজ পদ্ধতি : ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিম্নলিখিত তিনটি পদ্ধতিতে ফল জানতে পারবে।

অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে : শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে।

নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে : ফল প্রকাশের পরপরই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের পক্ষ থেকে প্রেরিত ফলাফলের কপি পাবেন। পরীক্ষার্থীদের সরাসরি প্রতিষ্ঠান থেকে নির্ভরযোগ্য ফল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

মোবাইল এসএমএসের মাধ্যমে : ঘরে বসেই মোবাইলে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে- SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল তারপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : SSC DHA ১২৩৪৫৬ ২০২৫

ফল প্রকাশের ধরনে পরিবর্তন : গত কয়েক বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর মাধ্যমে ঘোষণা করা হতো। প্রধানমন্ত্রীর ঘোষণা শেষে শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বা সচিবালয়ে ফলের সারসংক্ষেপ উপস্থাপন করতেন। তবে এবার সেই রীতিতে পরিবর্তন এসেছে। ২০২৫ সালের এসএসসি ফল প্রত্যেকটি শিক্ষা বোর্ড পৃথকভাবে তাদের নিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবে। শিক্ষা মন্ত্রণালয় কিংবা মন্ত্রী পর্যায়ের কোনো কর্মকর্তা এবার ফল প্রকাশে সরাসরি অংশ নিচ্ছেন না। এই পরিবর্তনের ফলে বোর্ডগুলোর স্বায়ত্তশাসন আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ও নিয়ম : যেসব শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত ফলাফলে সন্দেহ প্রকাশ করবে, তারা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে আগামীকাল শুক্রবার থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৭ জুলাই পর্যন্ত। তবে এ আবেদন শুধু টেলিটক সিম ব্যবহার করে করা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে- RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হলে কোডগুলোর মধ্যে কমা (,) দিতে হবে। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। উদাহরণ : RSC DHA ১২৩৪৫৬ ১০১,১০২

পরীক্ষার পরিসংখ্যান ও প্রেক্ষাপট : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ পরীক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র। পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন প্রায় ২৬ হাজার ৯২৮ শিক্ষার্থী। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বেড়েছে।

সর্বশেষ - আইন-আদালত