বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জকসু নির্বাচন: ৪ কেন্দ্রের ফলাফলে শিবির এগিয়ে

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন। ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা চার কেন্দ্রেই ভালো অবস্থানে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের মধ্যে প্রথম দফায় চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। ঘোষিত কেন্দ্রগুলো হলো-ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন এবং ফার্মাসি বিভাগ।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট। একই কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট, খাদিজাতুল কোবরা ৪৫ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮৫ ভোট।

নৃবিজ্ঞান বিভাগে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং মাসুদ রানা ১০২ ভোট। বিপরীতে একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট, খাদিজাতুল কোবরা ৭৩ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট।

লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট। এখানে একেএম রাকিব পেয়েছেন ১৩২ ভোট, খাদিজাতুল কোবরা ৬২ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৬ ভোট।

ফার্মাসি বিভাগে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট এবং মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট। বিপরীতে একেএম রাকিব পেয়েছেন ৫৩ ভোট, খাদিজাতুল কোবরা ২৬ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এটি আংশিক ফলাফল মাত্র। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। পুরো ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে না। তবে প্রাথমিক ফলাফলে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকায় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফল ঘোষণা প্রক্রিয়া সম্পন্ন করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। শিক্ষার্থীদেরও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত