সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট সমাধানে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্তকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন তারা।

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। একইসঙ্গে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। অধ্যাদেশ জারির পর সরকারি সব আনুষ্ঠানিকতা শেষ করে ভিসি নিয়োগ ও প্রশাসন গঠন করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান শুরু করতে হবে।

জাকারিয়া বারী সাগর বলেন, আজ রোববার নবীন (২০২৪-২৫) শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। নির্দেশনা ছিলো মন্ত্রণালয়ের। অথচ শিক্ষকরা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নবীন শিক্ষার্থীদের ক্লাস নেননি। ফলে নবীন শিক্ষার্থীরা আজ ক্লাসের দাবিতে আন্দোলন করছে। অথচ সকাল থেকে সবগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজেদের বিভাগে বিভাগে ঘুরেছেন। শিক্ষকরা তাদের ক্লাস নিতে অস্বীকৃতি জানানোয় তারা রাজপথে নেমে এসেছে। তারা তাদের অধিকার আদায় করে নেবে।

এর আগে, এদিনই দুপুর থেকে ঢাকার সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসেন। এসময় শাহবাগ মোড়ে অবস্থান করে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তখন ওই এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়।

7-collegeবিক্ষোভ সমাবেশ শেষে রাজধানীর সায়েন্সল্যাবে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

শিক্ষার্থীদের এ কর্মসূচিতে রাজধানীর সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) নবীন ও নিয়মিত শিক্ষার্থীরা অংশ নেয়।

গত ২২ নভেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজে প্রথম বর্ষ অনার্স শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় ৩০ নভেম্বর ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হলো। এছাড়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পূর্ব ঘোষিত ২৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার নির্বাচন করার সুযোগ নেই: আইনমন্ত্রী

‘আজিজ-বেনজীরের অপকর্ম থেকে দৃষ্টি সরাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে’

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ২০

নতুন ইউনিফর্ম পেলো পুলিশ

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির কারণে জনগণ ভোগান্তিতে’ : গণতন্ত্র মঞ্চ

১৫ দিনের সফর শেষে ঢাকার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার আহ্বান 

ঢাকায় পুলিশের ব্লকরেইড ও বিশেষ অভিযান শুরু

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড দুই যুবকের সংশ্লিষ্টতা খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় থাকবে ভারত