সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাবি প্রো-ভিসির পদত্যাগসহ ওসি এসি প্রত্যাহারের আল্টিমেটাম

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ/এসিসহ যারা দায়িত্বে আছেন তাদেরও একই মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তার জানিয়েছেন, দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও করা হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা এই দাবি জানান।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, প্রো-ভিসি পদত্যাগের দাবি মানা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন সাত কলেজের সামনে দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

তাদের আশা, সরকার/কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করে বিষটি মিটমাট করে ফেলবে।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। এর দায়ভার পুলিশকে নিতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে।

সর্বশেষ - রাজনীতি