বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, ছাত্রদের ওপর পুলিশের যে হামলা হয়েছে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবিলম্বে হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শাহবাগে এসে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এসময় উপাচার্য শিক্ষার্থীদের শাহবাগের রাস্তায় অবস্থান ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ারও অনুরোধ করেন।
তবে ভিসির এই অনুরোধ প্রত্যাখ্যান করে এখনও রাস্তায় অবস্থান করছে শিক্ষার্থীরা।


















