সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রাত ১২টায় শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচারণা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৩, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

আজ রাত ১২ টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) ও হল সংসদ  নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সব জায়গায় চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি।

১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রে একটানা চলবে ভোটগ্রহণ।

চাকসুতে সবচেয়ে বেশি ভোটার থাকছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। এখানে প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ড. মুহাম্মদ ইউনুস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেছা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬১৬ জন।

শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন (কলা ও মানববিদ্যা অনুষদ নতুন ভবন) কেন্দ্রে ভোট দেবেন শাহজালাল হল, এ. এফ. রহমান হল ও আলাওল হলের ৫ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সূর্য সেন হলের ৪ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন। এছাড়া সবচেয়ে কম ভোটার থাকছে আইটি অনুষদ ভবন কেন্দ্রে। এই কেন্দ্রে সোহরাওয়ার্দী হলের মোট ৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। সবশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিল চাকসু নির্বাচন।

সর্বশেষ - আইন-আদালত