আগুন নেভার পর সকাল থেকে এক এক করে সচিবালয়ে ঢুকছে কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাঁচ নম্বর ফটক খুলে দিয়ে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।
সরেজমিন, সকালে সচিবালয়ের সামনে প্রচুর উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গেছে। দপ্তরে ঢুকতে না পেরে তাদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।
ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত একটা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। একটা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। একটা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে। সকাল আটটা পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এটি ‘নাশকতার আগুন’ এখন বলা যাবেনা মন্তব্য করে তিনি বলেন, সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুনের ঘটনাটি ষড়যন্ত্রের অংশ কিনা, কিংবা এর পেছনে নাশকতা আছে কিনা; সেটা তদন্তের আগে বলা যাবে না। এ ঘটনা তদন্তের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।