রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ালো অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৭, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

মাঠ পর্যায়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। সশস্ত্র বাহিনীর পাশাপাশি এবার কোস্টগার্ড ও বিজিবির কর্মকর্তারাও এই ক্ষমতা পেয়েছেন।

গত ১৭ই সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিশেষ এ ক্ষমতা দেয়া হয়। প্রথম দফায় সে সময় এ ক্ষমতা ৬০দিনের জন্য দেয়া হয়েছিল। এখন নির্ধারিত দুই মাস অতিবাহিত হবার আগে শনিবার এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিশেষ এ ক্ষমতার আওতায় গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মত সুযোগ থাকছে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে তদূর্ধ্ব কমিশন পাওয়া কর্মকর্তাদের। পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবি বাহিনীতে প্রেষণে নিয়োজিত সমপর্যায়ের কর্মকর্তারাও এ ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এসব কর্মকর্তাদের আরও ৬০ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে আগের মতই তা সারাদেশের জন্য প্রযোজ্য হবে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে সারাদেশে মোতায়েন ছিলো সেনাবাহিনী।

সর্বশেষ - আন্তর্জাতিক