উন্নত চিকিৎসার জন্য সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই দিন রাত ১১টায় বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করবেন তিনি।
রোববার (৫ জানুয়ারি) রাতে পৌন ১০টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি, রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।
তিনি বলেন, জনগণ ও গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
মির্জা ফখরুল বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। একইসঙ্গে দোয়াও করেছি। আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।
লিভার সিরোসিস, আর্থারাইটিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘ দিনের। দল, পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও তার সুফল মেলেনি। তবে, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বদলেছে প্রেক্ষাপট।
এরই মধ্যে বিদেশ সফরের আনুসাঙ্গীক সব কাজ শেষ হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত অ্যাম্বুলেন্সও প্রস্তুত। দেশ ছাড়ার আগে তাই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সদস্যদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ।
সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে এবারের লন্ডন সফরে দীর্ঘ সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।
এর আগে রাত আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তার আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফিরোজায় খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম।