সার্চ কমিটি, নির্বাচন কমিশন- সবই সরকারের অধীন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে কোনো আগ্রহ নেই। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।
শনিবার সার্চ কমিটির প্রজ্ঞাপন হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।
সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন, এই সরকারের আমলে এই সার্চ কমিটি অন্য গ্রহ থেকে এনে বানানো হয়নি, এই গ্রহ থেকেই করা হয়েছে। সব সেক্টরে সবাই সবার খবর জানে কে কী করে। বাংলাদেশ খুব ছোট জায়গা
সুষ্ঠু নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক মতবিরোধের মধ্যেই নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করা হয়েছে।