সিলেটের জকিগঞ্জ শুল্ক বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি করিমগঞ্জের ‘সনাতনী ঐক্য মঞ্চ’ নামে একটি সংগঠনের বিক্ষোভকারীরা। এর প্রভাব পড়ছে অন্য বন্দরগুলোতেও। এতে জেলার সবকটি বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
জকিগঞ্জ শুল্ক স্টেশন সূত্র জানিয়েছে, এই স্টেশন দিয়ে বাংলাদেশ কমলা, সাতকরা, আদা আমদানি করে থাকে। গেলো সোমবার থেকে ভারতের শ্রীভূমির করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় সংগঠনটি বিক্ষোভ শুরু করে। তাদের কর্মসূচির নাম ছিলো ‘চলো বাংলাদেশ’। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। সব শেষ সোমবার সকালে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি করিমগঞ্জ থেকে প্রায় ছয় টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে।
এদিকে বিয়ানি বাজারের শ্যাওলা সুতারকান্দি শুল্ক স্টেশনে ভারত থেকে পাথর আমদানি ও বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি বন্ধ রয়েছে।
অন্যদিকে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দরে।