মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে দুই দল গ্রামবাসী

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ

হবিগঞ্জে ধূমপান নিয়ে ঝগড়ার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার রাত আট থেকে শহরতলীর বাইপাস সড়কের মোহনপুর এলাকায় ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানায়, শহরের বাইপাস সড়কের বাজাজ মোটরসাইকেলে শো রুমের সামনে মোহনপুর এলাকার দুই যুবক ধূমপান করেন। এসময় বড় বহুলা এলাকার এক যুবক এসে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৩০ জন। পরে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত