রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সীমান্তে ড্রোন মোতায়ন নিয়ে ইন্ডিয়া টুডের খবর বানোয়াট: প্রেস উইং

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৮, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে— সেটাকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ‘ভুয়া ও বানোয়াট’।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। প্রতিবেদনটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।

প্রেস উইং ফ্যাক্টস বলছে, এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ।

এর আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করা হয়, যার শিরোনাম ‘বাংলাদেশ কি বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?’

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বায়রাক্টার টিবি-২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এটি চালকবিহীন একটি মাঝারি উচ্চতার বিমান যা গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হয়ে থাকে।

ইন্ডিয়া টুডের এই ভুয়া প্রতিবেদনের তথ্য দেশটির বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক