অবশেষে ব্যাট থামল ডেভন কনওয়ের। তাকে থামালেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। ২২৭ বলে ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় ১১২ রান করলেন কনওয়ে।
বছরের প্রথম দিনে মাউন্ট মাঙ্গানুয়ের মাঠে নেমেই দুর্দান্ত শুরু করে বাংলাদেশ দলের পেসাররা। শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম।
এরপর টানা ৬ ওভার মেডেন! প্রথম ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল মাত্র ২। ৪ ওভার করে বোলিংয়ে শরিফুল ও তাসকিন দেন কেবল ১ রান করে।
কিন্তু এমন দুর্দান্ত শুরুর পরে ছন্দ ধরে রাখতে পারেননি পেসাররা।
নিউজিল্যান্ডের দুই ব্যাটার উইল ইয়াং এবং ডেভন কনওয়ে বিপদ সামলে নিয়ে এগিয়ে যান।
চা বিরতির আগে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৪৭ রান।
অর্থাৎ প্রথম ঘণ্টায় দাঁতে দাঁত চেপে উইকেট আঁকড়ে রেখে উইকেটে থিতু হন এ দুই ব্যাটার। প্রথম ঘণ্টায় ১৩ ওভারে রান ছিল কেবল ১৫। দ্বিতীয় ঘণ্টায় ১৪ ওভারে আসে ৫১ রান।
১৩৫ বল খেলে ৫২ রানে ইয়াং রানআউট হয়ে গেলেও ব্যাট চালিয়ে যান কনওয়ে।
তাকে সঙ্গ তেন দলের অভিজ্ঞ তারকা ব্যাটার রস টেলর। তবে টেলর বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি কনওয়েকে।
৬৪ বলে ৩১ রান করে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন রস টেলর। এটি পেসার শরিফুলের দ্বিতীয় সাফল্য, বাংলাদেশের তৃতীয়।
অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নেন ডেভন কনওয়ে।
কনওয়েকে থামানোর দায়িত্ব নেন অধিনায়ক নিজেই। ৮০তম ওভারে মুমিনুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন সেঞ্চুরিয়ান কনওয়ে।
এ রিপোর্ট লেখার সময় ৮৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৯ রান। ৬০ বল খেলে ৩০ রানে অপরাজিত হেনরি নিকোলস। অন্যপ্রান্তে কিউই উইকেটকিপার অপরাজিত ৫ রানে।