সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৪, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছে- এমন সব উদ্ভট কথাবার্তা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  অন্যদিকে

নির্বাচন চাওয়াকে বিএনপির যৌক্তিক দাবি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনকে প্রাধান্য দেবে এটা স্বাভাবিক। যেকোনো দল নির্বাচন চাইতেই পারে। তবে নির্বাচনের আগে কোথায় সংস্কার করে যাওয়া সম্ভব তা চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

এসময় সেন্টমার্টিন নিয়ে নেতিবাচক প্রচার চলছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, সেন্টমার্টিন নিয়ে অযথা পানি ঘোলা করা হচ্ছে।

রিজওয়ানা হাসান বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা বললেই হবে না, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে

সম্প্রতি শিল্পকলার অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেন, সরকার কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়। এমন কাজ সমর্থন করে না সরকার। শিল্পকলায় ঘটে যাওয়া ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক